কলকাতা (ভারত) প্রতিনিধি
১৯৫০-এর ১৭ সেপ্টেম্বর জন্ম নরেন্দ্র মোদীর। আজ ৭১ বছর পূর্ণ করলেন মোদী। এরই পাশাপাশি প্রশাসক হিসেবেও এবছর ২০ বছর পার করতে চলেছেন মোদী। আগামী ৭ অক্টোবর প্রশাসক হিসেবে ২০ বর পূর্ণ করবেন মোদী। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রশাসক-জীবনের পথ চলা শুরু। বর্তমানে আজ তিনি দেশের প্রধানমন্ত্রী। মোদীর এই দীর্ঘ প্রশাসনিক জীবনকেও দেশবাসীর কাছে অনন্যরূপে তুলে ধরতে সচেষ্ট গেরুয়া শিবির।
আজ থেকে টানা ২০ দিন ধরে দেশজুড়ে নানা কার্যক্রমের মাধ্যমে মোদীর জন্মোৎসব পালন করবে বিজেপি। আজ মোদীর জন্মদিন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রক প্রধানমন্ত্রীর প্রাপ্ত নানা উপহার এবং স্মারকের ই-নিলামের আয়োজন করেছে। এদিন প্রায় ১৩০০ এমনই কিছু উপহার ই-নিলামে তোলা হবে। যার মধ্যে রয়েছে অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়ার ছোড়া জ্যাভলিন। সম্প্রতি টোকিও থেকে ফিরে প্রধানমন্ত্রীকে সেটি উপহার হিসেবে দিয়েছিলেন নীরজ। সংস্কৃতি মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ওই জ্যাভলিনের বেস প্রাইজ হতে পারে ৭৫ লক্ষ টাকা।
এরই পাশাপাশি এদিন ই-নিলামে তোলা হবে বিজয়ী অলিম্পিয়ান এবং প্যারালিম্পিয়ানদের আরও ক্রীড়া সরঞ্জামও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীকে অযোধ্যার রাম মন্দিরের প্রতিরূপ উপহার হিসেবে দিয়েছিলেন। উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সাতপাল মহারাজও মোদীকে চারধামের কাঠের একটি প্রতিরূপ দিয়েছিলেন। সেই উপহারগুলিও আজ ই-নিলামে তোলা হবে।
আজ সারাদেশ ব্যাপী সবথেকে বেশি সংখ্যক ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এবিষয়ে নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। গতকাল, বৃহস্পতিবার তিনি বলেন, “আগামিকাল আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই #VaccineDay পালন করা হবে। প্রত্যেকে যেন তাঁর প্রিয়জনের ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এটাই হবে প্রধানমন্ত্রীকে আমাদের তরফ থেকে দেওয়া সবথেকে বড় উপহার।”
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোদির জন্মদিন পালন করে আসছে BJP। এবং দিনটি তারা সেবা দিবস হিসেবে পালন করছে তারা। অন্যবার সর্বাধিক সাত দিন ব্যাপী জন্মদিনের অনুষ্ঠান পালন করা হলেও এবছর ২০ দিন ধরে পালন করা হবে ওই অনুষ্ঠান। ইতিমধ্যে জে পি নাড্ডার তরফে দলের নেতা ও কর্মীদের জন্য বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আজ থেকে আগামী ২০ দিন কী কী কর্মসূচি পালন করতে হবে।
Leave a Reply