নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
আত্মবিশ্বাস, মর্যাদা আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বেড়ে উঠুক শিশুরা বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশের পরিকল্পনা করে দিয়েছে বর্তমান সরকার বলে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতেই শেখ রাসেলের শৈশবের স্মৃতিচারণ করেন বড়বোন শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মবিশ্বাসের সাথে বেড়ে উঠুক প্রতিটি শিশু। কেউ যেনো অকালে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।’
৭৫-এর হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সেদিন রাসেল মায়ের কাছে যাব বলে রাসেল কান্না করছিল। তাকেও হত্যা করা হলো। আমার একটাই প্রশ্ন এ শিশুটির কী অপরাধ ছিল? ৭১ ও ৭৫-এ শিশুদেরও হত্যা করেছে ঘাতকেরা। সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ২০০১ সালের নির্বাচনে। আবার ২০১৩ সালে বাসে আগুন দিয়ে শিশুসহ মানুষ পুড়িয়ে হত্যার পুনরাবৃত্তি হয়েছে। আমরা এটা চাই না, শিশুরা অকালে ঝরে যাক। শিশুরা গড়ে উঠুক সুন্দর পরিবেশে। বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই।’
সরকার প্রধান আরও বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশের পরিকল্পনা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। জোর দেন শিশুদের প্রযুক্তি শিক্ষার উপরও। পরে রাসেলকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, প্রথমবারের মতো এবার সারাদেশে শেখ রাসেলের জন্মাদিনে পালন করা হচ্ছে জাতীয় শেখ রাসেল দিবস। এ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগীতায় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply