মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে খায়রুল বাশার গ্রেফতার কসবায় রাউৎহাট-হাজীপুর সংযুক্ত সড়ক বেহাল: দুর্ভোগে পাঁচ হাজার মানুষ কসবায় স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা, স্ত্রীর অবস্থা আশংকাজনক কসবায় ফলদ বনজ ও ওষধি গাছের চারা বিতরণ একটি চাকরি বড্ড জরুরি কসবায় ৩৫ জন মৎস্য খামারি ও ২৩০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা ৫ আগষ্ট ছাত্র-জনতা মানুষের অধিকার ফিরিয়ে দিযেছে- আতাউর রহমান সরকার বিশ্ববাঙালি সংসদের পর্যটন বিষয়ক আলোচনা ও সম্মাননা আয়োজন কক্সবাজারে ।। কসবায় ‘জুলাই যোদ্ধা’দের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ তরুণ প্রজন্ম ৫৪ বছরের শাসনামল আবার ফিরে আসুক সেটা চায়না -আতাউর
আল্লামা মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) এর দোয়া মাহফিল সম্পন্ন

আল্লামা মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) এর দোয়া মাহফিল সম্পন্ন

শেখ ফাহিম ফয়সাল
আড়াইবাড়ী সাইয়েদা সুরাইয়া নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার উদ্যোগে মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) এর জন্য শুক্রবার বাদ জুমআ দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী (র) এর জন্য শুক্রবার বাদ জুমআ আয়োজিত দোআ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আগাইস দরবার শরীফের আল্লামা হযরত মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) দ্বীন প্রতিষ্ঠায় নিরলসভাবে কুরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে উৎসর্গ করে গিয়েছেন। মাদরাসা প্রতিষ্ঠা করে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার আয়োজন করে গেছেন। জীবদ্দশায় তাঁর সাথে সাক্ষাৎকালে দরদমাখা, মায়াভরা কথাগুলো শুনে পারস্পরিক সম্প্রীতি আরো বেড়ে যেতো। তাঁর এ শূন্যতা কখনো পূরণ হবার নয়। আজ তাঁর সন্তানের হাফেজে কুরআন হওয়ার গৌরবগাঁথা পাগরীখানা পড়াতে এসে আমি গর্বিত।
দোয়া মাহফিলে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, ওলামায়ে কিরাম, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মাদরাসা থেকে হিফজ সমাপনী ৮জন হাফেজকে পাগড়ি পড়ানো ও ক্রেস্ট উপহার দেয়া হয়। মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) এর বড় সাহেবজাদা হাফেজ শাফাকাত মো. গোলাম সোবহানী সাঈদীর সভাপতিত্বে, মাদরাসার পরিচালক হাফেজ প্রভাষক মাওলানা মো. মাজহারুল ইসলাম সোহেলের উপস্থাপনায় এ মহতি মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আতহারুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব ডা. মহিউদ্দিন ওসমানী, অধ্যক্ষ মাওলানা মো. একরাম হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ, অধ্যক্ষ মাওলানা ছায়েদুর রহমান, উপাধ্যক্ষ ড. সায়ীদ মহাম্মাদ ফারুক, সরকারি অধ্যাপক ড. উসমান গনি, সুপার মাওলানা শাহআলম সিরাসজী প্রমুখ।
আড়াইবাড়ী সাইয়েদা সুরাইয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে ৮জন কে পাগড়ী ও ক্রেস্টপ্রাপ্তগণ হলেন; মো. তোফাজ্জল মুন্সী, মো. সাইদু্ল্লাহ জামান আসাদ, মো. মোজাম্মেল আলম, মো. হাসিবুল হাসান, মো. আরাফাত রাফি, মো. জাররার সাঈদী, মো. হুসনে রাব্বি, মো. ইমরান পাঠান।
আল্লামা হযরত মাওলানা মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) প্রতিষ্ঠিত এ মাদরাসায় নূরানী ও হাফেজী শাখার পাশাপাশি আলিয়া নেসাবে অধ্যয়নের সুব্যবস্থা রয়েছে। আবাসিক ও অনাবাসিক; বালক ও বালিকা পৃথক পৃথক ক্যাম্পাসে পাঠদান করা হয়। বর্তমানে সীমিত আসনে ভর্তি অব্যাহত রয়েছে।
মাহফিলের সমাপনী পর্বে দোয়া পরিচালনা করেন; মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) এর শ্বশুর প্রবীণ আলেমে দ্বীন, ঢাকাস্থ ধানমন্ডি সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আব্দুল করিম সাহেব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD