শেখ ফাহিম ফয়সাল।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী ইমাম প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের কুরআন সবক অনুষ্ঠান ২৬ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয় এর অডিটরিয়ামে সম্পন্ন হয়েছে।
কসবা পৌরসভার ইমামপাড়া ও ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ ইমাম এর সভাপতিত্বে সবক অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সুনামধন্য অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম শিক্ষার্থীদের সবক প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন; আমার শিক্ষকতা জীবনে দেশের বিভিন্ন জেলায় সফর করেছি। বিভিন্ন মাদরাসায় সভা সেমিনারে অংশগ্রহণ করেছি। কিন্তু কোন কিন্ডারগার্টেন কিংবা প্রাথমিক বিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী একসাথে এইভাবে কুরআন সবক অনুষ্ঠানের আয়োজন এই প্রথম। আমি অত্যন্ত আনন্দিত, আপনাদের এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের কুরআন সবক প্রদান করতে পেরে। আমি মহান আল্লাহ তায়ালার কাছে দোআ প্রার্থনা করি, তারা যেন সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করে ইসলামী জ্ঞান আহরণ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠে। তিনি পবিত্র কুরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে শিক্ষার গুরুত্ব এবং অভিভাবক ও শিক্ষকের ভূমিকা বিষয়ক বক্তব্য পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন; ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক, কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন। তিনি বলেন: কসবা উপজেলা সদরের পৌরভার প্রাণ কেন্দ্রে অবস্থিত ইমাম প্রি-ক্যাডেট স্কুল ২০০২ সালের প্রতিষ্ঠা লাভ করে অদ্যাবধি সুনামের সহিত পাঠদান চালিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রায় ১৩০০ শিক্ষার্থী এ বিদ্যালয়ে অধ্যয়ন করছে। বিদ্যালয়ের সুযোগ্য পরিচালক, বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজের প্রভাষক মোহাম্মদ জয়নাল আবেদীনের প্রত্যক্ষ পরিচালনায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আটটি ক্লাসের ৪১ টি শাখায় সুযোগ্য শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান চালিয়ে যাচ্ছেন। পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ইতোমধ্যে জাপান, নেপাল, ভারত শ্রীলংকাসহ সার্কভুক্ত দেশসমূহ ভ্রমণ করেছেন। তিনি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। সহপাঠক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের দেশ-বিদেশে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করিয়েছেন। তিনি স্বীয় অভিজ্ঞতার আলোকে বিদ্যালয়টিকে ইতোমধ্যে দেশের সেরা কিন্ডারগার্টেনে উন্নীত করতে সক্ষম হয়েছেন। শিক্ষার্থীরা বিভিন্ন বৃত্তি পরীক্ষায়, কাব-স্কাউটিং এ জাতীয় ও আন্তর্জাতিক দিবসে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। প্রভাষক মো: জয়নাল আবেদীন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন; সহকারী প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, তারেক মাহমুদ, মো. আবদুল আজিজ, সাংবাদিক সাইদুল ইসলাম, মাসুদ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সুধীজন।
অবশেষে বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের কল্যাণ ও দেশ-জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি মাওলানা মো: আমিনুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন; ইমামপাড়া জামে মসজিদের খতিব, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুন নূর।
Leave a Reply