জবা চৌধুরী।।
নিকানো উঠোন নাই বা হলো পাথরকুচি-ই সই
পথ পেরোলে পায়ে পায়ে সুখের ঘরেই রই।
গল্পে ভরা জীবনকথা মৌনমনের আয়নায়
মিষ্টিকথার মালা গাঁথি সুখ হিসেবের বায়নায়।
জ্বলজ্বলে সব কথার মালা— তলানিতে আমি
লুকোই আঁধার, কাদা-কেচ্ছা –ভালো কথাই দামি।
গল্প জুড়ি ভুরি ভুরি অভিনয়ের ফানুস
লোক দেখানো মঞ্চ সাজাই আমরাই সব মানুষ।
ঘর বাঁচানোর কথা সাজাই নক্সীকাঁথার মাঠে
দুঃখ লুকোই কালো মেঘে, শ্যাওলা সবুজ ঘাটে।
জীবন মানে একমুঠো সুখ থাকুক আকাশজুড়ে
সব হারানোর দুঃখ হারাক আঁধার রাতের ভোরে।
থাকতে ভালো, রাখতে ভালো– অভিনয়ের ফন্দি
রাখতে জীবন আকাশছুঁয়ে, মঞ্চে আমিই বন্দি।
Leave a Reply