বৃহস্পতির নিয়মিত ভার্চুয়াল আড্ডায় আজ পালিত হলো কবি সম্পাদক সংগঠক কামরুল বাহার আরিফপর জন্মোৎসব পালিত হলো।
উপস্থিত ছিলেন কবি গোলাম কিবরিয়া পিনু কবি তাহমিনা কোরাইশী কবি সরকার মাহবুব কথা সাহিত্যিক মিলা মাহফুজা কবি কুশল ভৌমিক কবি উম্মে সালমা আবদুল্লাহ।
গোলাম কিবরিয়া পিনু তার আলোচনায় কবির কবিতার বিভিন্ন দিক তুলে আলোচনা করেন তিনি আরো বলেন কামরুল বাহার আরিফ শুরু কবিই নন তিনি মৃদঙ্গ নামের নান্দনিক এক ছোট কাগজ সম্পাদনা করেন।
কবি তাহমিনা কোরাইশী বলেন কবি কামরুল বাহার আরিফের ভেতর দেশপ্রেম প্রবল। কবির ভেতরের মানুষটি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি।
কবি সরকার মাহবুব কবির কবিতার বিভিন্নদিক নিয়ে আলোচনা করেন। কবিকে নিবেদিত কবিতা পাঠ করেন
মিলা মাহফুজা সল্প পরিচয়ে যতটুকু চিনেছেন কবিতা পাঠ করেছেন তার উপর ভিত্তি করে আলোচনা করেন
কবি কুশল ভৌমিক প্রথমদিকে কবিকে খুব রাগী মনে করতেন। পরে একটু একটু করে কবির ভেতরের মানুষকে আবিষ্কার করছেন তার কবিতার ভেতর দিয়ে।
কবি উম্মে সালমা আবদুল্লাহ কবির কবিতা নিয়ে কথা বলেন। তিনি এই অতিমারী নির্মূলের পর আগামী বছর সোনা মসজিদ প্রাঙ্গনে কবিতা পাঠের আয়োজনের দাবী জানান।
কবি কামরুল বাহার আরিফ তার অনুভূতি ব্যাক্ত করেন এইভাবে বৃহস্পতির আড্ডার সাথে তার সম্পর্ক দৃঢ় এর সদস্যরা সবাই তার আত্মার স্বজন।
দীর্ঘ কথামালায় তিনি তার জীবনের নানা উত্থান বাঁক বদল সংঘাত স্বপ্নের কথা বলেন। উঠে আসে প্রেম রাজনীতি কবিতা কর্ম সংসার পরিবেশ সময় ভালবাসা।
প্রায় দুইঘন্টার পুরো অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কবি কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম।
Leave a Reply