ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎস অনুসন্ধানে চীনে সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্ত দল জানিয়েছে, উহান শহরের ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়ে যে তথ্য ছিল, তার কোনো ভিত্তি নেই।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানায়।
২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনা মহামারি শনাক্ত হয়। এরপর ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে এ পর্যন্ত দুই কোটি ৩০ লাখের বেশি মানুষ মারা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো টিমের প্রধান পিটার বেন এমবার্ক বলেন, চীনের উহান শহরের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টি অতিমাত্রায় অসম্ভব। ভাইরাসের তথ্য উৎস শনাক্তে আরো বেশি কাজ করা প্রয়োজন।
Leave a Reply