আন্তর্জাতিক ডেস্ক ।।
ছবি: সংগৃহীত
করোনা নিয়ন্ত্রণে আগামী এক বছরে আরও দুই হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার অর্থের প্রয়োজন হবে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে সংস্থাটি।
ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস জানান, করোনা ঠেকাতে চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন, ক্রয় এবং বন্টনে এই অর্থ ব্যয় করা হবে। যাতে আগামীতে ৫০ লাখ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়।
বিশ্বজুড়ে করোনার টিকা ব্যবস্থায় ব্যাপক বৈষম্য রোধেও এই অর্থ কাজে লাগবে জানিয়ে তিনি বলেন, এ জন্য বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির জোট জি-টোয়েন্টিভুক্ত দেশগুলোসহ অন্য দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply