বুধবার, ০৯ Jul ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

কসবায় অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫

কসবায় অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি”—এই বিষয়কে সামনে রেখে কৃষির সার্বিক উন্নয়ন ও কৃষকদের জ্ঞান-দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫’। মঙ্গলবার (৩ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটি বাস্তবায়িত হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান বলেন, “এই কংগ্রেসের মূল লক্ষ্য হচ্ছে মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা গঠন এবং জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তোলা। কৃষিই আমাদের দেশের চালিকা শক্তি, তাই কৃষিকে আধুনিকীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

কর্মশালায় অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন সেশনের মাধ্যমে কৃষি বিষয়ক প্রশিক্ষণ, প্রদর্শনী, ফিল্ড লার্নিং এক্সচেঞ্জ এবং খোলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং পার্টনার প্রকল্প সংশ্লিষ্ট প্রশিক্ষকগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD