মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কসবায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

“অধিকার, সমতা, ক্ষমতা, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. গোলাম সরোয়ার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী, তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. আমিনুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন নারী সংগঠনের প্রধান, বিভিন্ন পেশার নারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD