কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিফাত মিয়া (১৭) নামে এক চালককে হত্যা করে ইজবাইক নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার রাতে কুমিল্লা—সিলেট মহাসড়কের উপজেলার মনকাশাইর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রিফাত মিয়া উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামের মো. আবেদ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবু নেছার ওরফে আপন (২৯) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত আবু নেছার একই উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার গ্রামের মো. আলমগীর মিয়ার ছেলে।
থানা সুত্রে জানা যায়, বুধবার রাতে যাত্রীবেশে ছিনতাইকারীরা রিফাতের ইজিবাইক ভাড়া নিয়ে মনকাশাইর এলাকায় এসে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যাওয়ার পথে চার্জ কমে গেলে কসবা পৌর এলাকার শাহপুর গ্রামে একটি গ্যারেজে এনে চার্জের জন্য ইজিবাইকটি রেখে যায়। এদিকে গ্যারেজ মালিক রিফাতের নিখেঁাজের সংবাদ শুনতে পায়। সকালে ছিনতাইকারী আবু নেছার গ্যারেজ থেকে পুনরায় ইজিবাইকটি আনতে গেলে তাকে অপরিচিত দেখে সন্দেহ হলে গ্যারেজ মালিক স্থানীয় জনতাদের নিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। এক পযার্য়ে সে ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করে পরে জনতা তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তার দেয়া তথ্য মতে মনকাশাইর এলাকা থেকে নিহত রিফাতের লাশ উদ্ধার করেছে।
Leave a Reply