শনিবার, ১৪ Jun ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

কসবায় ধান শুকানোর জায়গা নিয়ে তর্ক-বিতর্কের ছুরিকাঘাতে নিহত ১

কসবায় ধান শুকানোর জায়গা নিয়ে তর্ক-বিতর্কের ছুরিকাঘাতে নিহত ১

কসবা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর স্থান নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে সুজন ফকির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুজন ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। অভিযুক্ত ঘাতক শাউন (২২) তার আপন চাচাতো ভাই। ঘটনার পর থেকে সে ও তার পরিবারের সকলে পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বাড়ির আঙিনায় ধান শুকানোর স্থান নিয়ে সুজন ও শাউনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাউন ধারালো ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
নিহত সুজন ফকিরের ঘরে রয়েছে এক ছেলে (৩ বছর) ও এক মেয়ে (দেড় বছর)। হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

ঘাতক শাউন ইতিপূর্বে মাদকের মামলায় গ্রেফতার হয়েছিল। সে এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, ধান শুকানোকে কেন্দ্র করে আপন চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে একজন খুন হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD