মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম শুরু

কসবায় বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম শুরু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’’ এই মূলমন্ত্রে দিক্ষীত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের সীমান্ত এলাকার সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত সক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ খাদলা নামক নতুন বিওপি বুধবার (১২ মার্চ ২০২৫) হতে অপারেশনাল কার্যক্রম শুরু করছে। বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিবিজিএম উপস্থিত থেকে উক্ত বিওপি’র অপারেশনাল কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, সহকারী পরিচালক মো. মতিউর রহমান, খাদলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মোবারক হোসেনসহ বিজিবি’র কর্তব্যরত অন্যান্য সসদ্যগণ।
কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিবিজিএম জানান, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস অভিমত ব্যক্ত করেছেন সরাইল রিজিয়নে একটি নতুন বিওপি হিসেবে খাদলা বিওপি যুক্ত হওয়ায় এই বিওপি’র মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে সম্পন্ন হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD