মো. আবুল খায়ের স্বপন \
কসবায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় চড়নালে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ফোরামের উদ্যোগে জাতির পিতা মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। কসবা পৌর এলাকা চড়নাল বড়বাড়ি চত্ত্বরে সংগঠনের সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব:) মো. বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান।
সংগঠনের সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার (অব:) মো. আবদুল জালিলের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) আবদুর রহিম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জসিম উদ্দিন, আবদুল কু্দ্দুছ, মুখলেছুর রহমান, বাছির মিয়া, হারুনুর রশিদ, মো. সাদুল্লাহ প্রমুখ।
Leave a Reply