লিয়াকত মাসুদ কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ন্যায্যমূল্যের টিসিটির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পন্য কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা মূলগ্রাম বাজারে উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের নির্দেশনা মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হোসেন এর উপস্থিতিতে টিসিবি ডিলার আবু কাওসার এর মাধ্যমে এসব টিসিবির পণ্য বিক্রি করা হয়।
টিসিবির পণ্য বিক্রিকালে টিসিবির ট্রাকসেলের সামনে ক্রেতাদের ভিড় দেখা গেছে। বাড়তি পণ্যমূল্যের বাজারে কমে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি অধিকাংশ মানুষ
কবির নামের এক ক্রেতা বলেন, বাজারে নিত্যপন্য দাম অনেক বেশি। এখানে কিছুটা কম দামে কেনা যাচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে পন্য কিনতে পেরে এখন ভালো লাগছে।
টিসিবির ডিলার আবু কাউসার বলেন বলেন, আজ উপজেলার মুলগ্রাম বাজারে চার শতাধিক মানুষের নিকট টিসিবির মালামাল বিক্রয় করা হয়েছে। চিনি ৫৫ টাকা, মুসরী ডাল ৫৫,টাকা পেয়াজ ৩০ টাকা কেজি, সয়াবিন তেল ১০০ টাকা লিটার দরে পণ্য বিক্রয় করা হয়েছে।
Leave a Reply