মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৫১ অপরাহ্ন

কসবায় সবুজ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কসবায় সবুজ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নে মঙ্গলবার (১৪মার্চ) সকালে আসন্ন রমজানকে সামনে রেখে মানবিক সংঘঠন সবুজ সংঘের উদ্যোগে দরিদ্র ও অসহায় ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ১ লিটারসয়াবিত তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মটরডাল, ১ কেজি পেঁয়াজ, ১কেজি চিনি, ২ কেজি আলু ও ১ কেজি মুড়ি। সবুজ সংঘের সভাপতি লোকমান হোসেন পলা, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক নুরুল আমিনসহ সংঘঠনের কর্মীদের সাথে নিয়ে ইফতার সামগ্রীর প্যাকেট ঘরে ঘরে পৌছে দিয়েছেন। সংঘঠনের সভাপতি বলেন, আমাদের মানবিক বন্ধু নুরুল ইসলাম ভুইয়া, মাহমুদুর রহমান রানা, সবুজ সংঘের সাধারণ সাম্পাদক আবু হামজার সহযোগিতায় এসব সামগ্রী সংগ্রহ করা হয়। তিনি আরো বলেন গত ৪ মাসে শিক্ষাবৃত্তি ও মানবিক ভাতা বাবদ ২ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। তাছাড়া ২০২১ সাল থেকে প্রতি মাসে ২৫জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে নিয়মিত ৫শত টাকা করে মানবিক ভাতা প্রদান করে আসছি। ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD