মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

কসবায় সমকালের সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে যুবলীগ নেতা সফিকের বিরোদ্ধে কসবা প্রেসক্লাবের মানববন্ধন

কসবায় সমকালের সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে যুবলীগ নেতা সফিকের বিরোদ্ধে কসবা প্রেসক্লাবের মানববন্ধন

সিয়ার মাহমুদ।।

কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মো. সোলেমান খানকে প্রাণনাশের হুমকীদাতা ও নেপথ্যে থাকা নায়কদের অবিলম্বে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

কসবা প্রেসক্লাব সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মো. সোলেমান খান, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শাহআলম চৌধূরী, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলা, দৈনিক সংবাদ প্রতিনিধি অধ্যাপক মুন্সী রুহুল আমিন টিটু। এসময় কসবা প্রেসক্লাব’র সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, কসবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গত ৪ সেপ্টেম্বর দৈনিক সমকালে সাবেক কাউন্সিলর আবু তাহেরের বিরুদ্ধে প্রকাশিত সংবদকে কন্দ্রে করে প্রথমে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ভজন শংকর আচাযের্যর নিকট ও পরে মুঠোফোনে সোলেমান খানকে প্রাণনাশের হুমকী দেন। এই বিষয়টি ছোট করে দেখার অবকাশ নেই।

এর পেছনে যাদের মদদ রয়েছে ওই সকল মাদক ব্যবসায়ী ও পাহাড় কাটার সাথে সম্পৃক্ত সমাজ বিরোধীদের চিহ্নিত করে জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD