শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৮৬ তম ইছালে ছাওয়াব মাহফিল আজ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কসবায় কৃষক সভা অনুষ্ঠিত রাজধানীতে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন-২০২৫ সম্পন্ন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান ভূইয়ার জানাযা ও দাফন সম্পন্ন কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের নতুন ভর্তির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত আল্লামা মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) এর দোয়া মাহফিল সম্পন্ন কসবায় সবুজ সংঘের শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তা প্রদান বাংলাদেশের জনগণ কারও দাদাগিরি একদম পছন্দ করে না: গোলাম পরওয়ার ভারতের গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে তা দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় -পররাষ্ট্র উপদেষ্টা কসবা প্রেসক্লাব কার্যালয়ের জানালার গ্রীল ভেঙে দিয়েছে দুবৃত্তরা, প্রকৃত রহস্য উদঘাটনের দাবি সাংবাদিকদের
কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের নতুন ভর্তির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের নতুন ভর্তির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

শেখ ফাহিম ফয়সাল।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের শিশু শিক্ষার অনন্য প্রতিষ্ঠান ইমাম প্রি-ক্যাডেট স্কুলে ২০২৫ শিক্ষা বর্ষের ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা আজ সকাল ১০টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও বিদ্যালয়টি নতুন ভর্তির সুযোগ রেখে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে। এ উপলক্ষে আগত অভিভাবক ও সুধীগণের উপস্থিতিতে মতবিনিময় সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
স্কুলের পরিচালক প্রভাষক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক, বিশিষ্ট সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন। প্রধান অতিথি আগত অভিভাবকগণের উদ্দেশ্যে বলেন; আপনাদের কোমলমতি সন্তানদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে শিক্ষা গ্রহণে প্রতিযোগিতার মাধ্যমে মেধা বিকাশের জন্য এ স্কুলকে বাছাই করা নিঃসন্দেহে প্রশংসনার দাবীদার। এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয়।
সভাপতির বক্তব্যে প্রভাষক মো. জয়নাল আবেদীন বলেন; আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমাম অক্লান্ত পরিশ্রম করে ইমাম প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা করে এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে ও বহির্বিশ্বের কয়েকটি উন্নয়নশীল দেশ ভ্রমন করেছি। সে আলোকে আপনাদের সন্তানকে জ্ঞান বিতরণের চেষ্টা করে যাচ্ছি। এ ব্যাপারে আপনাদের যে কোন পরামর্শ আমার দায়িত্ব পালনে সহায়ক হবে।
নতুন ভর্তির জন্য মূল্যায়ন পরীক্ষায় প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছেন। এ মূল্যায়ন পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার সকালে প্রকাশ করা হবে।

ইমাম প্রি-ক্যাডেট স্কুলের সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
ইমামপাড়া ও ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমামের সভাপতিত্বে কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দৈনিক ইনকিলাব পত্রিকার কসবা সংবাদদাতা শেখ মো. কামাল উদ্দিন, ইসলামী ব্যাংক পিএলসি কসবা শাখা প্রধান এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন, বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা মাওলানা শাহ আরেফ মাহমুদ, মো. রফিকুল ইসলাম ভূইয়া মুক্তার মাস্টার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আজকের এই শিশুরা মুক্ত পরিবেশে বিদ্যার্জন করার পাশাপাশি নীতি-নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। তারাই অদূর ভবিষ্যতে দেশ বিনির্মানে আত্ম নিয়োগ করবে। ২০০২ সালে প্রতিষ্ঠা লাভ করে বিগত বাইশ বছরে এর ঈর্ষান্বিত সফলতায় সন্তোষ প্রকাশ ও শিশুদের যথাযথভাবে লালন করে যোগ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য শিক্ষক ও অভিভাবকগণের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান অতিথি।
ঐতিহ্যবাহী শিশু শিক্ষার অনন্য এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কিচিরমিচির শব্দে মুখরিত ও পুরস্কার গ্রহণের আনন্দে মেতে উঠার দৃশ্যটি মানসপটে ভেসে উঠবে বলে প্রধান অতিথি অভিমত ব্যক্ত করেন।
বিশেষ অতিথি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন বলেন, ইমাম প্রি-ক্যাডেট স্কুল কসবাসহ বিভিন্ন এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানে ভূমিকা রাখছেন। স্কুলের পরিচালক প্রভাষক মো. জয়নাল আবেদীন অত্যন্ত বিচক্ষণতার সহিত প্রয়োজনীয় শিক্ষোপকরণ সরবরাহ করে, দক্ষ শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণ দিয়ে পাঠদানের ববস্থা করেন।
আরো বক্তব্য রাখেন, এ ভি পি আবদুল মতিন, পীরজাদা মাওলানা শাহ আরেফ মাহমুদ, মাওলানা আবদুন নূর, মাওলানা তাইজুদ্দীন, তারেক মাহমুদ ও মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।
প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮টি শ্রেণির ৪৪টি শাখার প্রায় দেড় হাজার শিক্ষার্থী-অভিভাবক, শতাধিক শিক্ষক-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসুক শিক্ষার্থীরা ফলাফল গ্রহণ করে আনন্দে মেতে উঠে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD