শনিবার, ১৪ Jun ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

কসবা স্কলারস ইন্সটিটিউটের সার্টিফিকেট বিতরণ

কসবা স্কলারস ইন্সটিটিউটের সার্টিফিকেট বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে স্কলারস ইন্সটিটিউট তাদের প্রশিক্ষণার্থীদের “কম্পিউটার অফিস এপ্লিকেশন” কোর্সের সার্টিফিকেট বিতরণ করেছে। স্থানীয় ফুড প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে স্কলারস ইন্সটিটিউটের পরিচালক মো. সালাউদ্দিন ও মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সফিকুর রহমান, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওয়াহাব মিয়া, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াকুব আলী আনসারী, কসবা স্কলারসের সাবেক পরিচালক শরিফ আহাম্মদ সরকার, শাহপুর আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমান, সহজ আইসিটি’র সিইও মো. জাহিদুল ইসলাম, কসবা স্কলারসের প্রশিক্ষক হাফেজ শরিফুল ইসলাম, জয় দেব, সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন ও সাইদুল ইসলাম।

উল্লেখ্য স্কলারস ইন্সটিটিউ বেশ কয়েক বৎসর যাবত কসবায় আইসিটিসহ একাডেমিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে কসবায় শিক্ষা বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে আসছে। আজ কসবা স্কলারস ইন্সটিটিউট এর ৬মাস মেয়াদী “কম্পিউটার অফিস এপ্লিকেশন” কোর্স সম্পন্ন ৪০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর সার্টিফিকেট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD