খাদেমুল মোনসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার অদূরে সৃষ্টি কোচিং সেন্টারে সরকারী নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনা করার অপরাধে সৃষ্টি কোচিংকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কোচিং ক্লাশ পরিচালনা করার অপরাধে সৃষ্টি কোচিং সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। কোচিংয়ে কর্মরত এক শিক্ষককে তিনি সরকারী নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। পরে সেখান থেকে ফিরে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পার্শ্বে ফ্রেন্ডস কোচিং সেন্টারে অভিযান চালাতে গেলে সেখানে কোচিং বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন,সরকারী নির্দেশনা অনুযায়ী সকল কোচিং ও কিন্ডার স্কুলে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply