শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ঘরে থাকা শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ

কিশোরগঞ্জে ঘরে থাকা শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি॥

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘরে থাকা সকল শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে বিস্কুট বিতরণ করেছে স্কুলের শিক্ষকরা।
রবিবার দুপুরে উপজেলার নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও আরডিআরএস বাংলাদেশের স্কুল ফিডিং কমসূচীর ফিল্ড মনিটরিং অফিসার সাজেদুর রহমানের উপস্থিতিতে “দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচী”র আওতায় সকল শিক্ষার্থীর বাড়ী বাড়ী গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন শিক্ষকরা। বাড়ীতে পড়ালেখা করতে কি ধরণের সমস্যা হচ্ছে সে বিষয়গুলো শোনার পর পরামর্শ দেন শিক্ষকরা। বাড়ীতে বসে নিয়মিত সংসদ টিভির মাধ্যমে ও অনলাইন প্রাইমারি স্কুল কিশোরগঞ্জ ফেসবুক’র মাধ্যমে ক্লাশ করার পরামর্শ দেন তারা। শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের খোঁজ খবর নেয়ার জন্য বিশেষ পরামর্শ দেন শিক্ষকরা। সংসদ টিভির মাধ্যমে ক্লাশ বুঝতে সমস্যা হলে স্কুলের শিক্ষকদের কাছ থেকে সহায়তা নেয়ার পরামর্শ দেন প্রধান শিক্ষক গোলাম মওলা। প্রতিটি শিক্ষার্থীকে অপ্রয়োজনে বাড়ীর বাহিরে না যাওয়ার জন্য প্রধান শিক্ষক বলেন,নিয়মিত পড়ালেখার পাশাপাশি বাড়ীর ভিতরে শারিরীক চর্চা, খেলাধুলা করারও পরামর্শ দেয়া হয়। বাহিরে বের হলে মাস্ক পড়ে বাহিরে যেতে হবে। খাবার আগে ও পরে সাবান দিয়ে ভাল করে হাত ধোয়ার পরামর্শ দেন সকল শিক্ষক। নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২শ ৫৯জন শিক্ষার্থীর বাড়ী বাড়ী গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে ৪০ প্যাকেট করে পুষ্টি সমৃদ্ধ বিস্কুট দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গোলাম মওলা,সহকারী শিক্ষক নূরসেবা বেগম,মারুফা বেগম,সামসুন্নাহার বেগম,ইশরাত জাহান,রেজাউল বারী,অভিভাবক নূরন্নবী ও দাতা সদস্য লুৎফর রহমান প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD