খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত জেরে মা ও মেয়েকে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর টটুয়ার ডাঙ্গা গ্রামে । তারা ওই গ্রামের মৃতঃ দ্বিজেন্দ্ররায়ের স্ত্রী অলপনা রানী রায় (৫০)মেয়ে বিচিত্রা রানী( ৩৫) এ ঘটনায় মঙ্গলবার ১৩ই অক্টোবর ভুক্তভোগী শ্রী বিচিত্রা রানী বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় শ্রী গঙ্গাধর ও তার ছেলে রঘুনাথ সহও দুইজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে-একই গ্রামে শ্রী গঙ্গাধর চন্দ্র রায় ও তার ছেলে রঘুনাথ রায় সোমবার সকালে ভুক্তভোগী শ্রী বিচিত্রা রানীর বাড়ির পার্শ্ববর্তী জমিতে হাল চাষের উদ্দেশ্য যান, এসময় গঙ্গাধর বিচিত্রা রানীর জমির সীমানা বেশি করে কর্তন করায় শ্রী বিচিত্রা রানী বাধা প্রদান করেন, এতে ক্ষিপ্ত হয়ে গঙ্গাধর ও তার ছেলে রঘুনাথ বিচিত্রা রানীকে এলোপাতাড়িভাবে পেটাতে থাকেন এ সময় তার আত্মচিৎকারে মা শ্রী অল্পনা রানী মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়িভাবে মারপিট করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply