খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি \
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অপরাধ শূন্য কোটায় নামিয়ে আনতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৯ ইউনিয়নের ৮১জন গ্রাম পুলিশ সদস্যকে বাই সাইকেল দেয়া হয়। চুরি,ছিনতাই,মাদক,জুয়াসহ অন্যান্য অপরাধ রোধ কল্পে উপজেলা প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম বলে জানান উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম। আর সেই অপরাধ রোধকল্পে উপজেলা প্রশাসনের সহযোগীতায় গ্রাম পুলিশ সদস্যদের সাইকেল দেয়া হয়।
সাইকেল বিতরণ করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ও ওসি তদন্ত শরীফ হোসেন প্রমূখ।
Leave a Reply