শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

কিশোরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান

কিশোরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি \

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নব যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস,বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি।
সকালে নীলফামারী শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার কিশোরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করার জন্য ছারপত্র দেন। বেলা ১১ টার দিকে উপজেলা শিক্ষা অফিসে যোগদান করতে আসেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ। এ সময় উপজেলা শিক্ষা অফিসের সকল উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও অফিস সহকারী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহতাবুর রহমান বুলেট, মোতাহার হোসেন,ফারুক হোসেন হেলাল,শাখাওয়াত হোসেন,রুহুল আমিন,আতাউর রহমান,রায়হানুল ইসলাম রণি,উচ্চমান সহকারী আসাদুল ও হিসাব সহকারী নাসরিন সুলতানা।
দুপুরে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ শরীফের নেতৃত্বে উপজেলা শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা,পুটিমারী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,উত্তর বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কাশেম ও নিতাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা আখতার বানু।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এইচ এম আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন গাড়াগ্রাম উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আল আজাদ,কিশোরগঞ্জ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফ ম ফজল কাদির। এরপর সহকারী শিক্ষক পদে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ শরীফ ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ রবিউল ইসলাম বলেন, কিশোরগঞ্জ উপজেলার শিক্ষা পরিবারে নূর মোহাম্মদ স্যার যোগদান করায় শিক্ষা পরিবারে এক নতুন অধ্যায় শুরু হলো। এ উপজেলায় শিক্ষার মান এখন আরো বেশী উন্নয়ন হবে বলে আশা করি। নেতৃদ্বয় বলেন, যেহেতু এই উপজেলায় নূর মোহাম্মদ স্যার উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তাই এই উপজেলার প্রতিটি জনপদ তার পূবে থেকেই চেনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD