কসবা প্রতিনিধি।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৪ নং খাড়েরা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও জিলানিয়া মাদরাসা মাঠে এই কৃষক সভা অনুষ্ঠিত হয়।
খাড়েরা ইউনিয়ন কৃষক দল আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে কৃষক সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান, সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন,সিনিয়র সহসভাপতি মোঃ ইকলিল আযম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জিয়াউল হুদা শিপন, উপজেলা কৃষকদল আহ্বায়ক মোঃ সাম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভুইয়া, খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সহসভাপতি মোঃ বাছির মিয়া, খাড়েরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ মিয়া ও সদস্য সচিব এমদাদুল হক নাঈম প্রমুখ।
৪ নং খাড়েরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফারুক আহমেদ বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদল আহ্বায়ক মোঃ সাম মিয়া, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক জুয়েল আহমেদ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম জুয়েলসহ অন্যরা। এসময় উপজেলা কৃষকদল, ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী গান উপস্থিত ছিলেন। কৃষক সভায় অতিথিগন বক্তৃতায় বলেন, দীর্ঘ প্রায় সতেরো বছর পরে এই মাদরাসা মাঠে সভা করা সম্ভব হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন হওয়ায় যে গনতন্ত্রের মুক্তি হয়েছে সেই কারনেই মন- প্রাণ খুলে সভায় কথা বলতে পারছেন। সকলেই অবগত আছেন বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নসহ অনেক যন্ত্রণা সইতে হয়েছে। আমাদের দলের ভাইদের গুম করেছে, হত্যা করেছে, জেল খাটানো হয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, আমাদের জায়গাজমি দখল করেছে। এমন কোনো নির্যাতন নাই যে তারা করে নাই। এখনো এই ইউনিয়নে আওয়ামীলীগের দোসররা বাস করে। যারা আওয়ামীলীগ করেছে এবং তাদের দোসর যারা তাদেরকে কখনোই ক্ষমা করা যাবেনা। তারা যতই আপন হোকনা কেন তাদের কোনো ক্ষমা নাই। বক্তাগন আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারী জেলা বিএনপি সম্মেলন। আমাদের প্রিয় নেতা, দলের দুঃসময়ের কান্ডারী, কসবা-আখাউড়ার থেকে জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কবির আহাম্মদ ভুইয়া ভাই এই সম্মেলনে সভাপতি প্রার্থী। মোটর সাইকেল প্রতীকে তিনি সভাপতি পদে লড়ছেন। ১ ফেব্রুয়ারী সকালে আমরা কসবা থেকে সদলবলে সম্মেলনে যাব এবং কবির ভাইকে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবো। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কবির ভাইকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
Leave a Reply