স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
২২ অক্টোটোবর শুক্রবার ঐতিহ্যবাহী বাজুয়া আর্য্য হরি সভার- নব নির্বাচিত পরিচালনা পর্ষদের কমিটির আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। হরি সভার শ্রী অঙ্গনের নাট মন্দিরে অনুষ্ঠিতব্য সভায় নব নির্বাচিত কার্য নির্বাহী সদস্য সদ্য প্রয়াত শ্রী নির্মল রায় এর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। আগামী ৩ (তিন) বছরের জন্য গঠিত কার্য নির্বাহী কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য দাকোপ ইউনিয়নের সম্মানিত চেয়ানম্যান শ্রী বিনয় কৃষ্ণ রায়।
লাউডোব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী পরিক্ষিত কর্মবীর শ্রী সরোজিত কুমার রায়কে সভাপতি এবং বাজুয়া এস এন ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রী বিজন কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের নব গঠিত কার্য নির্বাহী কমিটি ও অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে আন্তরিকতা, নিষ্ঠা, একাগ্রতার সাথে শপথ পাঠ করেন। নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ হলেন সহসভাপতি বাজুয়া ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান মানষ কুমার রায়
বাজুয়া, শ্রী জীতেন্দ্রনাথ বিশ্বাস,লাউডোব, মানিক চন্দ্র গাইন,কৈলাশগঞ্জ, মলয় কুমার রায় বানীশন্তা,সঞ্জয় কুমার মোড়ল দাকোপ,।সহ সাধারন সম্পাদক রজত কান্তি শীল,লাউডোব,প্রবীর রায় বাপী বাজুয়া,দেবব্রত সরকার দেবু কৈলাশগঞ্জ,। শ্যামল কুমার রায় কোষাধ্যক্ষ, ধর্মবিষয়ক সম্পাদক নারায়ন চন্দ্র রায়,সাংস্কৃতিক সম্পাদক পরিমল কুমার বিশ্বাস,প্রচার সম্পাদক কালিপদ বিশ্বাস।
কমিটি গঠনের এই প্রক্রিয়াটি অত্যন্ত বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সাথে পরিচালনা করেন এলাকার বিশিষ্ট তিনজন শিক্ষাবিদ শ্রী শ্যামল রায় (প্রধান নির্বাচন কমিশনার),শশাংক শেখর ঢালী (সচিব, নির্বাচন কমিশন) এবং শ্রী স্বপন কুমার রায় ( সহঃ নির্বাচন কমিশনার।
দায়িত্ব প্রাপ্ত সকল সদস্যবৃন্দ তাদের মেয়াদকালে আর্য্য হরিসভার সার্বিক উন্নতিকল্পে শতভাগ আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকারের মধ্য দিয়ে সভার সফল পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply