স্বপন কুমার রায় খুলননা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগেন প্রচার ও প্রকাশনা
সম্মাদক মানস কুমার রায় জনগনের ভালোবাসায় সিক্ত হলেন। ইউনিয়নে নয়টি ওর্য়াডে বিপুল ভোটে বিজয়ী হয়।
গতকাল ৭ নম্বেবর রবিবার বাজুয়া ইউনিয়নের ০৬ নম্বর ওর্য়াডের পক্ষে থেকে বিপুল ভোটে নির্বাচিত সদস্য দীন বন্ধু মন্ডলের উদ্যোগে এক সংবর্ধনার প্রদান করা হয়। উক্তনুষ্ঠানে
প্রত্যয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিঃ সভাপতি শংকর আচার্য্য সহসভাপতি সাধন আচার্য্য সাধারন সম্পাদক লিটন আচার্য্য সমিতীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
এলক্ষে এক আলোচনা সভা সরকারী এলবিকে মহিলা কলেজের প্রভাষক সবুজ শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে সংবর্ধিত চেয়ারম্যান মানস কুমার রায়।
সংবর্ধনায় বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করায় ইউনিয়ন বাসীর সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মানস কুমার রায়।এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার
বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
আধুনিক ডিজিটাল বাংলার সুফল জনগনের দ্বার প্রান্তে পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এতে বক্তিতা করেন বাজুয়া ইউসিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক
তুষার রায় নির্বাচিত সদস্য ও সদস্যা দীনবন্ধু মন্ডল,মাখন ঘোরামী,জয়দেব রায়,বিশ্বজিত সরকার,মিজানুর মির্জা,কনিকা পোদ্দার,রুমা মন্ডল,মিনতী রায়,নুরইসলাম শেখ, অসিম রায়, রবীন মোড়ল, উপস্হিত ছিলেন সজল গাইন,প্রিস্ন বিশ্বাস,অশোক মন্ডল,রাসেল রনী সাবেক ছাত্রলীগ নেতা লিটন আচার্য্য প্রমুখ
Leave a Reply