যুবরাজ চেয়ারম্যান নির্বাচিত
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র দু,প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামীলীগ প্রার্থী শেখ যুবরাজ বিনা প্রতিদদ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত।
জাতীর জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের আর্দশ বুকে ধারন করে দেশরত্ন প্রধানমন্ত্রীশেখ হাসিনার নেতৃত্বে কে সম্নান জানিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাকোপের লাউডোব ইউনিয়নে সতন্ত্রপ্রার্থী
হিসাবে মনোনয়ন দাখিলকারী বর্তমান চেয়ারম্যান সরোজিত কুমার রায় ও তরুন সমাজ সেবক সবুজ সরকার উপজেলা সহকারী রিটানিং অফিসার অহিদুল ইসলাম এর নিকট আজ ২৪ মার্চ বুধবার লিখিত ভাবে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
নির্বাচন থেকে সরে আসার পর আওয়ামীলীগের মনোনয়ন নৌকার প্রার্থী শেখ যুবরাজ বিনা প্রতিদদ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রত্যাহার শেষে উপজেলা আওয়ামীলীগের কায্যালয়ে
এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন বিনা প্রতিদদ্বিতায় নৌকা প্রতিকের চেয়ারম্যান,শেখ যুবরাজ শেখ দৌলতয়ানা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অসিত বরন সাহা,খুলনা -১সাবেক সংসদ সদস্য বর্তমান খুলনাজেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল, পৌরআওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল,লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের
সাধারন সম্পাদক নিহার মন্ডল,শেখ শামসের আলী খোকন,তন্ময় ইজ্জাদার,প্রমুখঃ
Leave a Reply