শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:২০ অপরাহ্ন

খুলনার দাকোপে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে

খুলনার দাকোপে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে । অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়। “বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙ্গিন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে ৯ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তৃব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মর্তুজা খান, চালনা পৌরমেয়র সনত কুমার বিশ্বাস,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান, পঞ্চানন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র নাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়া প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD