স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা মিলনায়তনে উপজেলার নয়টি ইউনিয়নের নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যগনের শপথ অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যগনের পরিচয় পর্ব শেষে ফুল দিয়ে বরন করেন, দাকোপ,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস,,উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, ও,সি তদন্ত মোঃ আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস শপথ বাক্য পাঠ করানোর পর মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যগনের করনীয় সম্পর্কে তথ্য প্রদান করেন।
এসময় নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply