স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস”- এ প্রতিপাদ্য নিয়ে ১৮ অক্টোবর দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে “শেখ রাসেল দিবস-২০২১” উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টারদিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে দাকোপ উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকীর সঞ্জালনায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।
সভাপতির বক্তিতায় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ।১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্হ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্ম গ্রহন করেন।১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্রু ঘৃন্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রেহাই পাননি বঙ্গবন্ধুর এই শিশু পুত্র শেখ রাসেল।সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুর ভাবে তাকেও হত্যা করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব সেকেন্দার আলী,,কৃষি কর্মকর্তা মেহেদী হাসান,,মৎস্য কর্মকর্তা সেলিম মাহমুদ,,শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি সহ সকল দপ্তর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।.
Leave a Reply