শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:০২ অপরাহ্ন

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়েজনেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়েজনেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’-এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দাকোপ উপজেলায় মানববন্ধন হয়েছে।
আজ ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টারদিকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ।সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোতুর্জা খান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজ্জাম্মেল হক নিজামী, দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সহকারী প্রগামার (তথ্য) রাজবুল আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন। শনিবার সকাল ১০টায় প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আবারও ৭১’র পরাজিত শক্তি সোচ্চার হয়েছে। মৌলবাদী ও উগ্রপন্থিদের কাছ থেকে দেশকে ও দেশের স্বার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে সজাগ থাকতে হবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সোনার বাংলার রূপকার, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD