বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কাজে না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা তরুণ সম্পাদক বিপুল চন্দ্র রায় ও সাহিত্য পত্রিকা বাংলার শব্দচাষী বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি ফারুক আহমেদ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী ত্রাণ তহবিলের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ আইসিটি সচিব হলেন শীষ হায়দার চৌধুরী কসবায় চকচন্দ্রপুর হাফেজি মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার, বীজ ও অর্থ বিতরণ সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা ৩২ হাজার ৬৬৬টি
জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টা নাগাদ উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
অভিনেতা-নির্মাতা শাহেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। চলছিলো কেমো। সম্প্রতি সর্বশেষ কেমো দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

সকাল সাড়ে দশটা নাগাদ এই অভিনেতা বলেন, ‘মা তো আসলে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। কেমো চলছিলো। কিছুদিন আগেই ২৯ নম্বর কেমোর মাধ্যমে শেষ হলো চিকিৎসা প্রক্রিয়া। এরপরই আসলে আমাদের আশা ছিলো তিনি রিকভার করবেন। হলো উল্টোটা। আমি এখন উত্তরার দিকে যাচ্ছি। তিনি আমাদের সহশিল্পী ছিলেন না, মা হিসেবেই আমরা দেখতাম। এখনও মা হারানোর ব্যথা অনুভব করছি।’

শুধু শাহেদ আলী নন, মৃত্যুর খবরটি পেয়ে ফেসবুক পরিণত হচ্ছে শোকবই-এ। শোক প্রকাশ করছেন সর্বস্তরের শিল্পী-নির্মাতারা।

শর্মিলী আহমেদের ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন। অভিনয়কে পেশা হিসেবে শুরু করেন ১৯৬৪ সালে। তারও আগে ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘দম্পতি’তে কাজ করেছেন।

এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকা পালন করেছিলেন। মূলত এরপর থেকে নাটক ও সিনেমায় শর্মিলী আহমেদ হয়ে ওঠেন তারকাদের অলিখিত মা। শর্মিলী আহমদের তানিমা নামের একজন মেয়ে আছেন। তার ছোট বোন আরেক নিয়মিত অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD