লোকমান হোসেন পলা
নদীর চেয়ে উত্তাল তরংগ তোমার বুকেে
তোমার চিহ্নমাখা স্মৃতির ধুলায় ব্যাথি প্রাণ!
অতিক্রান্ত দিন বহমান পথচলা
কন্ঠহারা সুরে গেয়ে উঠে বেদনার গান
থেমে স্হির অনুপাতে।
অতীত ফিরে নির্জনে
দিগন্তের খোলা নীলে যখন তোমার উৎসব
মনের দ্বার ছিড়ে এসে
তোমার মুখ মূখোশ হয়ে
বাতাসের সাথে মিশে
থির থির করে কাপে উদ্যান
যন্ত্রণার বিষে!
Leave a Reply