আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার জামালপুর শহরের বকুল তলায় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে সন্ধ্যা ৭টায় (সুজন) সুশাসনের জন্য নাগরিক ও দ্যা এশিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস (ইংরেজি বিভাগ) ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক এ্যাডভোকেট ইউসুফ আলী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শুভ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, সুজন ও দ্যা এশিয়া ফাউন্ডেশন এর কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সাংবাদিক তানভীর আহমেদ হীরা, আব্দুর রহমান আরমান,মোঃ শহিদুল্লাহ, রায়হান আকাশ, মো. রফিকুল ইসলাম, মো. রাসেল মিয়া,মো. আবু বকর খোকন, তপন কুমার দাস, মীর জাহাঙ্গীর, মো. আলমাস বিন আজিজ, মো. কামাল হোসেন,তপন কুমার দাস, জয় হোসেন, সুবল চন্দ্র দাস,সৈয়দ মনিরুল হক নোবেল,মো.নূর আলম সুজন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও এই আইন প্রয়োগে বাস্তবায়নে প্রতিবন্ধকতা সমুহ দূর করতে সরকারের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply