আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম:
জামালপুর ক্রিকেট একাডেমীর একযুগ পূর্তি ও বর্ষব্যাপী উদযাপন উপলক্ষে ২৮মার্চ আনন্দ উৎসব ও এক বর্ণাঢ্য র্যালির শহরের প্রধান সড়ক প্রদক্ষীণের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতিআলহাজ্ব এডভেকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু বিজন কুমার চন্দ, সাধারণ সম্পাদক জামালপুর পৌর আওয়ামীলীগ,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মির্জা জিল্লুর রহমান শিপন, সহ সভাপতি জামালপুর ক্রিকেট একাডেমী, সাবেক খেলোয়াড়-সংগঠক স্বরূপ কুমার কাহালি, সহ-সভাপতি জামালপুর ক্রিকেট একাডেমী।আনন্দ র্যালির নেতৃত্ব প্রদান করেন জামালপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু। এ সময় জামালপুর ক্রিকেট একাডেমীর, বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের সাবেক খেলোয়াড় আরিফুল ইসলাম জনি এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ও১৭ দলের প্রতিনিধিত্ব করা সাবেক খেলোয়াড় অনিল বাবু সহ একাডেমীর ২০০৯ সালের প্রথম ব্যাচের খেলোয়াড়েরসহ র্যালিতে একাডেমীর কর্মকর্তা বৃন্দ, শহরস্ত ও উপজেলা পর্যায়ের সকল শাখার খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। বিভিন্ন সাজে সজ্জিত ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন, বিভিন্ন রঙের পতাকা, মাথার ক্যাপ পরে বর্ণিল র্যালিটি দেওয়ানপাড়া টেনিস ক্লাব মোড় হতে শুরু করে দয়াময়ী মোড়-কলেজ মোড় হয়ে জামালপুর এডভেকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন সম্পন্ন হয়। সেখানেই এডভেকেট আব্দুল হাকিম স্টেডিয়াম-মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম – মুজিব শতবর্ষ ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট সহ তিনটি উদ্বোধনী অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকেন। এছাড়া সন্ধ্যার পর জামালপুর ক্রিকেট একাডেমীর কার্যালয়ে খেলোয়াড়রা কেক কাটার মধ্য দিয়ে সেই দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
Leave a Reply