জহির খান
উৎসর্গ : বন্ধু তানভীর তিতাস
প্রেম প্রেমে পড়ে গেল
জলে ভিজে আগুনে পুড়ে
একেবারে যেন যা ইচ্ছে তাই
এক বিকেল মাতাল সময় ধরে…
আর দারুণ সব সময়
তুমি আমাকে নিয়ে চলো
সুদূর পরাহত বনে জঙ্গলে
যেখানে স্বেচ্ছায় আমি কখনো কখনো
নরকবাসও করতে পারি
কখনো কখনো মহুয়ার গান
আবার হয়তো শাল নৃত্য…
অতঃপর
পাঠ ঠাকুর অননুমোদিত
প্রত্যেকেই এই বেশ ঠুকে আগুন জলে
এখন খোঁজে অনেক ঝিনুকের নাও
বেশ হয় তবে তাহাদের গান…
Leave a Reply