শনিবার, ১৪ Jun ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

দেশে ৩৭ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায়: আইনমন্ত্রী

দেশে ৩৭ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায়: আইনমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ
দেশে ৩৭ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২১ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ৭ম ওরিয়েন্টেশন কোর্সের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আজ আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, দেশে ৩৭ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ মামলা জট থেকে পরিত্রাণ পেতে বিচারকদের দক্ষতা ও মেধা কার্যকর ভূমিকা রাখবে। তাছাড়া এ অবস্থা নিরসনের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে মামলা নিষ্পত্তিতে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে মামলার তারিখ ও বৃত্তান্ত জানাতে এসএমএস সার্ভিস চালু করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি তথা এডিআর পদ্ধতিকে তরান্বিত করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ২ হাজার ৮’শ কোটি টাকার ই- জুডিশিয়ারী প্রকল্প পাসের অপেক্ষায় রয়েছে। বিচারকদের বিভিন্ন লজিস্টিক সাপোর্ট বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় বিচারকদের আবাসন নিশ্চিতে কাজ চলছে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট’র মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার।

৪৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এ অনলাইন ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD