বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ঢাবিতে যুবক হত্যা জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কাজে না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা তরুণ সম্পাদক বিপুল চন্দ্র রায় ও সাহিত্য পত্রিকা বাংলার শব্দচাষী বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি ফারুক আহমেদ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী ত্রাণ তহবিলের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ আইসিটি সচিব হলেন শীষ হায়দার চৌধুরী কসবায় চকচন্দ্রপুর হাফেজি মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার, বীজ ও অর্থ বিতরণ
নওগাঁর ধামইরহাটে শিশু বান্ধব বাজেট বরাদ্দের জন্য স্মারকলিপি প্রদান

নওগাঁর ধামইরহাটে শিশু বান্ধব বাজেট বরাদ্দের জন্য স্মারকলিপি প্রদান

তোহান হোসেন পল্লব, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

আজ ২৫ মে ২০২৩ রোজ বৃহস্পতিবার নওগাঁর ধামইরহাট উপজেলার ৪ নং উমার ইউনিয়ন পরিষদে শিশু ও যুব ফোরামের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরে শিশু কল্যানে বাজেট বরাদ্দের জন্য আলোচনা সভা ও উক্ত ইউনিয়ন এর চেয়ারম্যান ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সকাল ১১ ঘটিকায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আলিম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্ৰাম এর শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাঁসদা, ইউনিয়ন সচিব মোঃ রূহুল আমিন, অন্যান্য ইউপি সদস্যগন এবং উপজেলা শিশু ও যুব ফোরাম সদস্যবৃন্দ। উক্ত আলোচনা সভায় শিশু ও যুবরা তাদের কল্যাণের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দের জন্য সদয় দৃষ্টি কামনা করেন এবং শিশুদের কিছু দাবি দাওয়া তুলে ধরেন।

উল্লেখ্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় সৃষ্ট শিশু ও যুব ফোরামের আয়োজনে উপজেলার আলমপুর, উমার, জাহানপুর ও ধামইরহাট ইউনিয়নে শিশু সুরক্ষা শিশুদের উন্নয়নে বাজেট ডায়ালগ হয়েছে ও কার্যক্রম চলমান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD