রহিদুল ইসলাম রাইপ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় প্রায় ১বছর আগে “সুস্থ্য ধারার সংস্কৃতির বিকাশই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পথচলা শুরু করে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ। শুক্রবার সন্ধ্যায় শহরের বাইপাস সড়ক সংলগ্ন মৈত্রী পরিষদের জেলা শাখার কার্যালয়ে সেরা সংগঠক সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের নওগাঁ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি রহিদুল ইসলাম রাইপকে সেরা সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এসময় রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইসমাইল হোসেন রকি। আরো উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্ঠা কায়েস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাগর হোসেন, সহ-সভাপতি ডা: তোহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক তুহিন হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান ও নতুন সদস্যদের ফুল দিয়ে বরন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply