আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির প্রতিকিৃতে পুষ্পমাল্য অর্পণ, কেককাটা,র্যালি,আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক দুলাল শরীফ’র সভাপতিত্বে আলোচনায় ভার্চুয়াল্লী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, আলীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কামাল শরীফ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার হাজারও যুবলীগ নেতা-কর্মি নিয়ে বিশাল একটি মিছিল নিয়ে সভাস্থলে আসেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অন্যতম নেতা মফিজুর রহমান শাহীন। অতঃপর তিনি তাঁর বক্তৃতায় নলঝিটিকে আওয়ামী যুবলীগের শক্তিশালী দূর্গে পরিনত করে আগামী সংসদ নির্বাচনে ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপিকে বিপুল ভোটে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সকলের প্রতি আহবান জানান। এসময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ আ’লীগের নানা অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply