রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজুল কোরআন বিভাগের ৪ ছাত্রের শেষ ছবক প্রদান
নলছিটিতে পিএফজি’র ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

নলছিটিতে পিএফজি’র ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে শনিবার ( ০২ অক্টোবর) বেলা ১১ টায়,নলছিটি চায়নামাঠ সড়ক পিএফজি অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কো- অর্ডিনেটর মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।সভায় বক্তব্য রাখেন -পিএফজির এ্যাম্বসেডর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, রেবেকা সুলতানা, পিএফজির সদস্য শাহাদাত হোসেন মনু, সেলিম গাজী, প্রভাষক আমির হোসেন,ডালিয়া নাছরিন,তাহমিনা বেগম,মোঃ মুনসুর আলী,মোঃ হানিফ, মাহামুদুল্লা, ইয়ুথ লিডার- সাথী আক্তার, ইমরান খান প্রমুখ।
সভায় সৈহাদ্য সম্প্রতি নলছিটি গড়ার লক্ষে ফেজবুক গ্রুপ তৈরি করণ,করনাকালীন সময়ে কিশোরদের মাদকাসক্তি ও অাসক্তি শীর্ষক মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহণ ও ইয়ুথ এম্বাসেডর দের পেভ হারমনি ৬ টি ওর্য়াকশপ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD