আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকেল বাদ আসর সংগঠনের অস্থায়ী কার্যালয় নলছিটি উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক যুবদল নেতা জিয়াউল কবির মিঠুর সভাপতিত্বে ও যুবদল নেতা রেজওয়ানুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা যুবদল সভাপতি মাসুম শরীফ, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আফজাল মৃধা, কালাম মল্লিক, ওয়ালিউল ইসলাম, বশির হাওলাদার, সোহাগ সিকদার, রাজিব তালুকদার, মিরাজ তালুকদার , হানিফ হাওলাদার, গিয়াস হাওলাদার, সালাউদ্দিন রাজন, মহাবুব হাওলাদার, শাহিন শিকদার, ফোরকান তালুকদার,নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কামরুজ্জামান সুমন, সদস্যসচিব সোহেল খান, পৌর ছাত্রদল আহ্বায়ক রনি মল্লিক, সদস্যসচিব সাব্বির আহমেদ প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন দলের নেতাকর্মিগন।
Leave a Reply