নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলো, বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী স্বর্ণকার বাড়ির মৃত আলী আজমের ছেলে মো.ইসমাইল (৪০) ও বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের নরেন চন্দ্র দাসের ছেলে রিপন চন্দ্র দাস (৩৩)।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আটককৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইটেক নামক এলাকা থেকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সতত্যা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply