নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৭৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,সাইফুল ইসলাম সুজন (২৪), সে উপজেলার ৩নং পরকোর্ট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রামদেবপুর গ্রামের শেখের বাড়ির মৃত আনোয়ার হোসেন ছেলে ও আব্দুল মালেকের ছেলে টিপু সুলতান (২৩) একই গ্রামের ইউসুফ ভূঁইয়া বাড়ির ফজল হকের মো.মনির (৩৮)।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে চাটখিল উপজেলার ৩ নং পরকোর্ট ইউনিয়নের উত্তর রামদেবপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক তিন ইয়াবা কারবারিকে ৭৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ১ হাজার একশত টাকাসহ গ্রেফতার করে র্যাব-১১।
সিপিপি র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্তি পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার বিকেল ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজসে নোয়াখালী ও লক্ষীপুর জেলায় ইয়াবার কারবার চালিয়ে আসছে।
এ ছাড়াও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ৭৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তিন মাদক কারবারির বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply