নিউজ ডেস্ক।।
পরিবহন ধর্মঘটের প্রভাব অন্যান্য সবক্ষেত্রের মতো রাজধানীর বাজারগুলোতেও পড়েছে। ঢাকার পাইকারি বাজারগুলোতে পণ্যবাহী ট্রাক স্বাভাবিক সময়ের তুলনায় কম এসেছে। যাও দুয়েকটা এসেছে, তা নিয়ে পাইকারদের অভিযোগ, সুযোগ বুঝে পরিবহন ব্যবসায়ীরা বাড়তি ভাড়া আদায় করেছে তাদের কাছ থেকে।
এমন পরিস্থিতিতে, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সবজির দাম। তবে বাড়তি মূল্যের জন্যে খুচরা ব্যবসায়ীদের দুষছেন পাইকাররা। তাদের অভিযোগ, খুচরা পর্যায়ে পচনশীল সবজির দাম বেশি নেয়া হচ্ছে।
অবশ্য মজুদ করে রাখা যায় এমন পণ্যের মূল্য অপরিবর্তিত রয়েছে। ক্রেতাদের আশঙ্কা, ধর্মঘট অব্যহত থাকলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই এখনই পদক্ষেপ গ্রহণের তাগিদ তাদের।
Leave a Reply