সোমবার, ১৪ Jul ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় রাউৎহাট-হাজীপুর সংযুক্ত সড়ক বেহাল: দুর্ভোগে পাঁচ হাজার মানুষ কসবায় স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা, স্ত্রীর অবস্থা আশংকাজনক কসবায় ফলদ বনজ ও ওষধি গাছের চারা বিতরণ একটি চাকরি বড্ড জরুরি কসবায় ৩৫ জন মৎস্য খামারি ও ২৩০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা ৫ আগষ্ট ছাত্র-জনতা মানুষের অধিকার ফিরিয়ে দিযেছে- আতাউর রহমান সরকার বিশ্ববাঙালি সংসদের পর্যটন বিষয়ক আলোচনা ও সম্মাননা আয়োজন কক্সবাজারে ।। কসবায় ‘জুলাই যোদ্ধা’দের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ তরুণ প্রজন্ম ৫৪ বছরের শাসনামল আবার ফিরে আসুক সেটা চায়না -আতাউর কসবা উপজেলা সাংবাদিক ফোরাম (KUSF) এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
রুমা উপজেলায় ট্যুরিস্ট পুলিশের বান্দরবানের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

রুমা উপজেলায় ট্যুরিস্ট পুলিশের বান্দরবানের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

বাকের সরকার বাবর।।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব সমাপ্তের পথে হওয়াই বান্দরবানের বিভিন্ন উপজেলার স্পটগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। বান্দরবানের অন্যতম পর্যটনকেন্দ্র রুমা উপজেলার পরিবহন-হোটেল মালিক ও ট্যুরিষ্ট গাইডদের সুরক্ষায় কাউন্সেলিং, দিক নির্দেশনামূলক এবং আইনশৃংখলা উন্নয়নে বিহীত পদক্ষেপ গ্রহণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রুমা উপজেলা ২নং রুমা ইউনিয়ন সেন্টারে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পর্যটন কমিউনিটি কমিটির সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, বিশেষ অতিথি পর্যটন পুলিশিং কমিটির সভাপতি , হোটেল মালিক সভাপতি মো আব্দুল জলিল। উক্ত মত বিনিময় সভায় ট্যুরিস্ট গাইড, ট্যুরিস্ট পরিবহন সমিতি, হোটেল মালিক সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভায় গাইড, পরিবহন ও হোটেল মালিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবী নামা তুলে ধরা হয়। তার মধ্যে অন্যতম দাবী ছিল বিভিন্ন ঝর্ণার পর্যটন স্পটগুলো খুলে দেয়া, গাইডদের প্রশিক্ষণ প্রদান।
মতবিনিময়কালে প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দেশজুড়ে করোনাভাইরাস বৃদ্ধির পাওয়াই দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়াই স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের স্পটগুলোতে যাওয়ার প্রতি নির্দেশনা দেন। তিনি জনপ্রিয় কিছু ঝর্ণা পর্যটকদের স্বার্থে খুলে দেবার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে আলোচনা করবেন বলে জানান। গাইডদের প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সুবিধার্থে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে ট্যুরিস্ট পুলিশ নানা নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়াই ধন্যবাদ প্রদান করেন। ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টার বিকাশ বলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম স্যারের নের্তৃত্বে আমরা ইতোমধ্যে স্থানীয়দের নিয়ে পরিবেশবান্ধব কমুউনিটি বেজড ট্যুরিজম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন অনেক জায়গায় নিষিদ্ধ হবার কারনে পর্যটকরা লুকিয়ে যাতায়াত করায় নিরাপত্তা দিতে তারা অপারগ। তাই জেলা প্রশাসককে অনুরোধ করা হয় ঐ সকল ট্যুরিস্ট স্পটগুলো খুলে দিতে ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডারের সাথে আলোচনা করার জন্য। এর আগে প্রধান অতিথিকে পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিরা পুষ্পস্তবক দিয়ে বরণ করেন। এটি এই জেলার প্রথম ট্যুরিস্ট পুলিশের মত বিনিমইয় সভা ছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD