মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু ও মানবাধিকার রচনা প্রতিযোগিতায় ঝালকাঠিতে প্রথম নলছিটির বিন্তিমনি

বঙ্গবন্ধু ও মানবাধিকার রচনা প্রতিযোগিতায় ঝালকাঠিতে প্রথম নলছিটির বিন্তিমনি

আমির হোসেন, ঝালকাঠিঃ
বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় দেশের ৫২ হাজারের অধিক প্রতিযোগীদের মধ্যে সেরা ৫০ জনের একজন এবং ঝালকাঠি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিন্তিমনি।

বিন্তিমনি ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বিপুল বিহারী বিশ্বাসের মেয়ে ও বিজি ইউনিয়ন একাডেমির দশম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের কক্ষে তাকে সম্মাননা দেওয়া হয়। তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো. সাখাওয়াত হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিন্তিমনির উজ্জ্বল ভবিষৎ কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ আনোয়ার আজিম ও বিস্তিমনির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD