ডাঃ ঝিনুক।।
* প্রতি বছর প্রায় ১ লাখ ৪৯ হাজার ৫০০ জন মানুষ পায়ুপথের ও কোলনের ক্যান্সার এ আক্রান্ত হচ্ছেন।
* প্রায় ৫২ হাজার ৯৪০ জন রোগী এই ক্যান্সারে মৃত্যুবরণ করছেন ।
*প্রতি ২৫ নারীর মধ্যে ১ জন নারী কোলো-রেক্টাল ক্যান্সারে আক্রান্ত ।
আসুন জেনে নেই কারা এই ক্যান্সারের ঝুকিতে আছেন।
* আপনার বয়স কি ৫০ বা এর উপরে? বা
* আপনি কি কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা পূর্বের মল ত্যাগের অভ্যাসের পরিবর্তন টের পাচ্ছেন?
* পায়ুপথে বা মলের সাথে রক্তক্ষরণ হচ্ছে?
* মলত্যাগের পরও তা সম্পূর্ণ হয়নি এমন অনুভূতি হচ্ছে?
* দুর্বলতা, ক্লান্তি বা হঠাৎ অতিরিক্ত ওজন কমে যাচ্ছে?
উপরের যে কোনোটি আপনার ক্ষেত্রে সত্য হয়,তবে আপনি অবশ্যই ক্যান্সারের ঝুঁকিতে আছেন।
আপনি কি এক জন নারী, যিনি লোক লজ্জার ভয়ে পায়ুপথের বা মলদ্বারের সমস্যা গুলো দিনের পর দিন লুকিয়ে রাখছেন?
ভয় ও লজ্জা ভেংগে বেরিয়ে আসুন। ক্যন্সারে আক্রান্ত হবার আগেই তা প্রতিরোধ করুন। প্রাথমিক পর্যায়ে সনাক্ত ও সময় মত চিকিৎসা করলে এ ক্যান্সারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।
আপনার মা, বোন, স্ত্রী বা অন্য নারী আত্মীয়টিকে একজন সার্জারী বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হতে সাহায্য করুন, উদ্ভুদ্ধ করুন…
আসুন সচেতন হই
ক্যান্সার জনিত মৃত্যু প্রতিরোধ করি।
ডাঃ ঝিনুক
এম.বি.বি.এস.(ঢাকা মেডিকেল কলেজ),
বি.সি.এস.(স্বাস্থ্য),
এফ.সি.পি.এস. (সার্জারী),
এম.সি.পি.এস. (সার্জারী),
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
সার্জারী বিশেষজ্ঞ,
কমফোর্ট হাসপাতাল, ১৬৭, গ্রীন রোড, ঢাকা
Leave a Reply