ডেস্ক রিপোর্ট।।
ছবি: সংগৃহীত
দূষিত বায়ুর দেশগুলোর মধ্যে সারাবিশ্বের তালিকায় এক নম্বরে রয়েছে বাংলাদেশ। আর সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় স্থানে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক গাইডলাইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এমনটা জানিয়েছে।
বায়ু দূষণে বাংলাদেশের পরেই রয়েছে এশিয়ার আরও দুটি দেশে পাকিস্তান ও ভারত। শহর হিসেবে প্রথম স্থনে রয়েছে দিল্লি এবং দ্বিতীয়স্থানে পাকিস্তানের লাহোর।
গ্রিনপিসের বরাত দিয়ে আলজাজিরা জানায়, দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকায় ২০২০ সালে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম২.৫) মাত্রা ডব্লিউএইচও’র নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১৫ গুণ বেশি ছিল।
তালিকার শীর্ষে থাকা দিল্লিতে ২০২০ সালে বাতাসে পিএম২.৫ এর মাত্রা ডব্লিউএইচও নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১৭ গুণ বেশি ছিল। আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরে ছিল ১৬ গুণ বেশি।
ডব্লিউএইচও’র মতে, ঘরে-বাইরে বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মারা যায় ২০ লাখ মানুষ।
গত ২০০৫ সালের পর বায়ু-মান সংক্রান্ত গাইডলাইন আরও কড়াকড়ি করে সম্প্রতি নতুন গাইডলাইন প্রকাশ করেছে ডব্লিউএইচও।
এতে বাতাসে ভাসমান কণা পিএম১০ ও পিএম২.৫, ওজোন, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড ইত্যাদির বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply